উলিপুর উপজেলা বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা শহর। ভারতের সাথে সীমান্তঘেষা এ শহরটি দেশের বৃহৎ উপজেলা সমূহের মধ্যে একটি।
ভৌগোলিক অবস্থান:
উলিপুর উপজেলা কুড়িগ্রাম জেলাসদর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এ উপজেলার আয়তন ৫০৪.১৯ বর্গ কিলোমিটার। এর পশ্চিমে রংপুর জেলার পীরগাছা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা, দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও চিলমারী উপজেলা। পূর্বে রৌমারী উপজেলা ও আসামের গোয়ালপাড়া জেলা এবং উত্তরে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলা। এছাড়া এর পশ্চিমে তিস্তা নদী, পূর্বে ব্রক্ষ্মপুত্র ও উত্তর পূর্বাংশে ধরলা নদী প্রবাহিত।
প্রশাসনিক এলাকা :
- সংসদীয় এলাকার সংখ্যা: ১টি, কুড়িগ্রাম- ৩ (উলিপুর,চিলমারী)
- উপজেলার সংখ্যা: ১টি
- পৌরসভার সংখ্যা: ১টি
- ইউনিয়ন পরিষদের সংখ্যা: ১৩টি
১. দূর্গাপুর ইউনিয়ন পরিষদ ২. বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ ৩. বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ ৪. বজরা ইউনিয়ন পরিষদ ৫. দলদলিয়া ইউনিয়ন পরিষদ ৬. ধামশ্রেণী ইউনিয়ন পরিষদ ৭. ধড়নিবাড়ি ইউনিয়ন পরিষদ ৮. গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ৯. হাতিয়া ইউনিয়ন পরিষদ ১০. পান্ডুল ইউনিয়ন পরিষদ ১১. সাহেবের আলগা ইউনিয়ন পরিষদ ১২. তবকপুর ইউনিয়ন পরিষদ ১৩. থেতরাই ইউনিয়ন পরিষদ
- গ্রামের সংখ্যা: ৩৯৬টি
গ্রাম গুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রাম হলো- গোড়াই হাট-পাঁচপীর-আনন্দবাজার-মন্ডলের হাট-মিনা বাজার-চৌমোহনী বাজার-বকশিগঞ্জ-জুম্মাহাট প্রভৃতি
জনসংখ্যার উপাত্ত:
- জনসংখ্যা: মোট ৩৫২৪২০ জন, পুরুষ-১৭৬৭০০ জন, মহিলা-১৭৫৭২০ জন
- ভোটার সংখ্যা: মোট ১৯৪৬৯০ জন, পুরুষ ৯৮৫০৭, মহিলা-৯৬১৮৩ জন
অর্থনীতি:
- মোট আবাদী জমির পরিমাণ: ২৮২৫০ একর
- অর্থকরী ফসল: ধান, গম, আলু, পাঠ, আখ প্রভৃতি
- শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: মোট ৭৩০টি, কুটির শিল্প- ৭৩০টি
- পাকা রাস্তা: ৬০ কি. মি
- কাচা রাস্তা: ৪৪৬ কি. মি.
তথ্যসূত্র:বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। “একনজরে উলিপুর উপজেলা”। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগৃহীত ২১ ডিসেম্বর, ২০১৪।