|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে সহকারী শিক্ষক সমাজের মতবিনিময় সভা
উলিপুরে সহকারী শিক্ষকদের জন্য প্রহসনমূলক ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণ প্রস্তাবনার প্রতিবাদে এবং প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
➤ রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার
রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার (২১ সেপ্টেম্বর) রাজিবপুর ইউনিয়নের টাঙ্গালিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ, ২ টি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ব্যাটারি চালিত চার্জার ভ্যানসহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন বাগারচর এলাকার মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (৩৬) ও মোঃ আলম (৪১) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
➤ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন উলিপুরের ইউএনও
উলিপুরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান। অগ্নিকাণ্ডের খবর অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের পরিবারকে দেখতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামে আসেন উপজেলা নির্বাহী অফিসার।
https://www.ulipur.com/?p=34610
➤ ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক
ভূরুঙ্গামারীর ময়দান ক্যাম্প এলাকা থেকে হারুন নামের এক ভারতীয় যুবককে আটক করেছে ময়দান সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত বিজিবি সদস্যরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার সময় বাঁশঝানি বাজার থেকে এই ভারতীয় যুবককে আটক করে ময়দান সীমান্ত ফাঁড়িতে বিজিবির হেফাজতে রাখা হয়।
https://www.ulipur.com/?p=34607
➤ উলিপুর উপজেলা প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ সাধারণ ঠিকাদাররা
কুড়িগ্রামের উলিপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী প্রদীপ কুমারের সেচ্ছাচারিতা দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সাধারণ ঠিকাদাররা। ঘুষের টাকা অগ্রিম না পেলে ফাইলে স্বাক্ষর করেন না এই প্রকৌশলী। আবার অগ্রিম টাকা দিয়েও মাসের পর মাস ঘুরতে হয় সাধারণ ঠিকাদারদের। ঠিক মত অফিস না করার অভিযোগও রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। রংপুরে বাড়ি হওয়ায় তিনি অফিসে আসেন দুপুরের দিকে। এতে করে সাধারণ ঠিকাদাররা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন এবং সরকারের উন্নয়ন কাজেও ব্যঘাত ঘটছে বলে দাবি ঠিকাদারদের।
https://www.ulipur.com/?p=34604
➤ চিলমারীতে অবৈধভাবে দখলকৃত খালে সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত
চিলমারীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বরোপিট (খাল) দখল করে মাছের প্রজেক্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় ও বহিরাগত প্রভাবশালীদের বিরুদ্ধে। এছাড়াও দখল করা ঘেরের ভিতর সরকারিভাবে মাছ ছেড়ে দেয়ায় মৎস্য অফিসের ভুমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।
https://ulipur.com/?p=34599
➤ ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন ও ক্ষুরা রোগের প্রাদুর্ভাব
ফুলবাড়ীতে গরুর লাম্পিস্কিন ও ক্ষুরা রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিটি বাড়িতে কৃষকের দুই-একটি গরু রোগে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। রোগের প্রাদুভাব সমগ্র উপজেলায় ছড়িয়ে পড়ায় আক্রান্ত ও মৃত গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
https://ulipur.com/?p=34595
➤ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আরিফুল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
https://www.ulipur.com/?p=34593
➤ রাজিবপুরের সাতটি মসজিদে বিজিবির বুকসেলফ ও ফ্যান বিতরণ
রাজিবপুরে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর তত্ত্বাবধানে বালিয়ামারী ক্যাম্প কর্তৃক সিমান্তবর্তী কালাপানি জামে মসজিদ, চর লাঠিয়ালডাঙ্গা জামে মসজিদ, বাগান বাড়ি জামে মসজিদ, ব্যাপারিপাড়া বায়তুল হাদী জামে মসজিদ, বালিয়ামারী মন্ডলপাড়া জামে মসজিদ, ব্যাপারিপাড়া জামে মসজিদ ও মাস্তান মোড় জামে মসজিদে বুকসেলফ ও ফ্যান বিতরণ করা হয়েছে।
https://www.ulipur.com/?p=34589