নতুন আলো
— রুহুল আমিন
হে সওদাগর বাঙালি জীবনে
আরেক বার পেশি বহুল নবান্নের উৎসবে
প্রান্তিক কৃষকের গোলায়, উঠানে ছড়ানো ধানে আসো।
অষ্টাদশী কৃষাণীর জীবনে কাথা বোনা কত রোমাঞ্চিত
নবান্নের বাংলায় না এলে
স্বর্গের জন্ম ঘরেই যে রয়ে যাবে।
হে সওদাগর একবার আসো
স্বাধীন চাকার পর্যাপ্ত ঘূর্ণন হয়ে
কৃষকের গ্রন্থিল পেশীর
উত্থিত শিড়ার ভাঁজ হয়ে।
শহর যানধূলির শুকনো জালের বন্ধন ছিড়ে
চলে আসো দক্ষিণা হাওয়ায়
আমাদের গায়ে মেঘনার স্বজনে।
জীবনের সব দুঃখ ভুলে যাবে
কৃষাণী মায়ের তৈলাক্ত বিছানার
আতর মিহি সুবাস গিলে।
লেখক : রুহুল আমিন, কবি ও সাংবাদিক