রাষ্ট্রপ্রেম
— রুহুল আমিন
জীবনটা কোথায় থেকে কোথায় যাচ্ছে।
চেনা-জানা গণ্ডির ভেতরেই
নাগরিক জীবনের দেহ ও মনকে পুতে দিচ্ছি।
ঊনিশ শ একাত্তর আকাশের মত ভেসে আসে
একলক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশ সত্তরের উঠোনে,
একটি দুর্ভিক্ষে পীড়িত সামন্ত স্বাধীনতা
যার এক স্তনে লেগেছিল শকুনের ছোবল
অন্য স্তনে ছিল বিষ মাখানো রাষ্ট্রপ্রেম।
এই রাষ্ট্রপ্রেম অন্তরঙ্গ অবলোকনে; অনাদর
আর অসহায়ত্ব আমার, অনন্ত লজ্জার এই প্রেম।
কি মিথ্যা আর জঘন্য হয় মানুষের প্রেম!
কি রকম মরা-রক্তে বেঁচে থাকে দ্রোহ
কোনদিন এই দেশ-প্রেমিকরা বলতে পারবে না, কোনদিন না।
লেখক : রুহুল আমিন, কবি ও সাংবাদিক