রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পাঁচপীর স্টেশন শাখা কর্তৃক আয়োজনে নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের দাবিতে মানবন্ধন হয়েছে কুড়িগ্রামে।
বুধবার বেলা ১১টায় শহরের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, সহ সমন্বয়ক আ. সোবহান জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মামুন রিপন, পাঁচপীর স্টেশন শাখার সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী, ইব্রাহিম পাঠান, জরীফ উদ্দীন, আনিছুর, মাহফুজ প্রমুখ।
বক্তারা বলেন, ‘জেলার পাঁচপীর স্টেশনে নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট না থাকায় নারী, শিশু ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০১২ সালের ১ অক্টোবর থেকে রেলের ভাড়া প্রতি কিলোমিটার ২৪ পয়সা থেকে বাড়িয়ে ৩৬ পয়সা করলেও যাত্রী সেবার কোন পরির্বতন হয়নি।’
পাঁচপীর স্টেশনে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে নিরাপদ খাওয়ার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা হলে যাত্রী সংখ্যা কয়েক গুণ বাড়বে এমন আশা বক্তাদের।
(সূত্রঃ ব্রেকিংনিউজ – http://www.breakingnews.com.bd/articles/desh/breakingnews.61355.details)