একটি দুপুরের বাংলা
(আবু রায়হান)
একটি দুপুর লাগছে ভাল, মন্দ নয়,
বসে আছি জানালার পাশে,
তবু বিরক্ত করতে পারেনি আমাকে ক্ষয়।
হঠাৎ বাতাস আসল দুলে,
আচমকা মনটা গেল ভরে।
আহা ! এ নয়কো স্বপ্ন, নয়কো কল্পনার ছল,
বাংলা যে এত সুন্দর এটা তারই পরিচয়।
বাংলার আচলা বাতাস সবই আমার মনের মান সম্মান
তাইতো কড়া রোদের দুপুরে বাতাসের উপস্থিতিতে
মেতেছে আমার প্রাণ।
বাংলা আমার জান, বাংলা আমার প্রাণ
এখানে জন্মেছি তাই এখানে মরলে
পাব মনেরি সম্মান।
তাই সবাই মিলে করব কাজ
ঠিকে রাখব বাংলাকে এবং
স্বাধীন করে গড়ে তুলব,
আবার সোনার বাংলাকে
যদি যায় যাক না প্রাণটা
তবুও পাব মোরা, একটি দুপুরের মত
প্রতিদিনের সুবাতাসটা।