উলিপুরের তথ্যপ্রযুক্তির বিকাশ এখনো শুরুর পর্যায়ে। তবে এর সম্ভাবনা অনেক। এখানকার তরুণ প্রজন্ম মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বর্তমানে মূলত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুলোতে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে কিছু উদীয়মান তরুণ কয়েকটি ওয়েবসাইটে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে জেনেছি। অনুমান করা যায় এর বিকাশ অব্যাহত রয়েছে এবং থাকবে।
উলিপুরের তথ্যপ্রযুক্তিতে এই মুহূর্তে ব্যাপকভাবে কোয়ালিটি প্রশিক্ষণ দরকার। দরকার বিভিন্ন শ্রেণী বা বয়সভিত্তিক প্রশিক্ষণ ক্যাম্পেইন। আমাদের স্কুল পর্যায়ে ফলাফলে যে সাফল্য দেখা যায়, তাতে এ কথা ইতিবাচক ভাবে বলা যায় যে ভালো গাইডলাইন পেলে আমাদের ছেলেরাও তথ্যপ্রযুক্তিতে অনেক কিছু করে দেখাতে পারবে। শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও।
সরকারের উচ্চমহলের কাছে আমাদের দাবি এই উপজেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ অবকাঠামো তৈরি করে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবেন।
(লেখক: ইঞ্জিনিয়ার রূপম রাজ্জাক – সফটওয়্যার প্রকৌশলী, উদ্যোক্তা ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক)