স্বাগতম
(আবু রায়হান)
স্বাগতম, স্বাগতম, নতুন বছরের স্বাগতম
এসেছে নতুন বছর, নতুন মাস,
আহা! কি আনন্দ আজ।
ভূলে যাও অতীত গ্লানি,
মুছে দুঃখ- কষ্ট, করে নতুন কাজ।
কাজে আনন্দ, কাজে সাফল্য
এবং কাজে হয় সব অতীত পাছ।
ফুলকে ভালবেসে যেমন ছুড়ে ফেলা যায় না,
তেমনি মানুষকে ভালবেসে ছুড়ে ফেল না।
পরস্পরকে ভালবেসে নিবে কাঁদে তুলে,
হোক না সে শ্রমিক, কৃষক-মজুর, পাঁজর ভাঙ্গা কুঁজে।
ভালবাস সৃষ্টিকর্তাকে, তার জীবকে
পাপ পাঙ্কিলতাকে নয়।
কেননা তা শরিয়ত মোতাবেক নয়।
আজ আর নয়
থেকো ভাল চিরজীবন
আবারও রইল মোর কচি বছরের কচি স্বাগতম।