জীবন সংগ্রাম
(আবু রায়হান)
জীবন মানে একটা তাসের খেলা,
যেখানেই যাবে সেখানেই বিপদের মেলা।
আবার জীবন মানে নানা ঘটনা খেলা
এবং সুখের মেলা।
মুহম্মদ (সাঃ), নজরুল, শেক্সপিয়ার
সকলে করেছে পার জীবনের সংগ্রাম।
জীবন দোটানায় পরেও তারা
পেয়েছিল সুখের ফুল।
যদিও তাদের জীবন ছিল বিপদের সংকুল।
তাই জীবন মানে নয় আলসেমি নয় অলসতা,
কেননা জীবন হলো সংগ্রামের মূল।
চাও যদি মুক্ত জীবন
হও তবে সংগ্রামী।
জীবন থাকলে থাকবে সংগ্রাম,
কারণ সংগ্রাম তোমার জীবনের মূল।
নয় মিছে কথার ভুল,
বিশ্বাস না করলে তুমি চেয়ে দেখ,
ঐতিহাসিক বিখ্যাত কূল।