মুক্তি
মোল্লাচর থেকে কালাসোনা চর পর্যন্ত হেঁটেছে
কতদিন, বালুচর পাড়ি দিয়ে গিয়েছে উত্তরে
নদীতে সাঁতার
আঁধারের রাত শরীরে মিশানো শিহরনে
পার হয়ে গেছে শত্রু কবলিত রসুলপুরের
বাঁধ, ঠাঁই নিয়েছিল কখনো গোয়াল ঘরে
কখনো পলের পুঞ্জে, শীতকে করেছে
পরাজিত, উষ্ণ
আশায় আশায়। ভাসানো ভেলায় গেছে
উজানে স্রোতের বিপরীতে
উলিপুর। দূর নয়, জনতার কাছাকাছি থেকে
রেখেছিল হাত, রাইফেলে –
জনতার জন্যে, অরণ্যে ফুটেছে ফুল
বরেণ্যে বলেছে
তাঁকে- ‘মুক্তি’ ‘মুক্তি’।
(ব্রেকিংনিউজ থেকে সংগৃহীত। কবি: গোলাম কিবরিয়া পিনু, পুরানা পল্টন, ঢাকা।)