।। আব্দুল মালেক ।।
‘দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” এ স্লোগান নিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের কারিগরি সহযোগিতায়, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস), নারী, কেয়ার বাংলাদেশের সার্বিক সহযোগিতায় একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। এছাড়াও মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাজমুল হাসান, এমজেএসকেএস’র প্রকল্প ব্যবস্থাপক মজিবুর রহমান স্বেচ্ছাসেবী সংগঠন নারী’র সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন প্রমূখ। দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপূত্র নদে দূর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়।
উলিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.