।। নিউজ ডেস্ক ।।
দেশের টেলিভিশন উৎপাদন খাতে যুগান্তকারী এক উদ্ভাবন নিয়ে এসেছে ওয়ালটন। তাদের টিভিতে সংযোজন করেছে নিজস্ব অপারেটিং সিস্টেম। যার নাম দেয়া হয়েছে আরওএস (রেজভী অপারেটিং সিস্টেম)। এর ফলে বাংলাদেশে তৈরি ওয়ালটন টেলিভিশন হয়েছে আরো উন্নত। এতে টিভি দেখায় গ্রাহক পাবেন অভূতপূর্ব অভিজ্ঞতা।
ওয়ালটন সূত্র জানায় আগামি ১ মার্চ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। ওইদিন তারা আনুষ্ঠানিকভাবে ‘আরওএস’ উদ্বোধন করবেন।
ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, আরওএস টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম। দেশের মানুষের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী এটি তৈরি করা হয়েছে। এর ফলে টিভিতে আরো দ্রুত কমান্ড দেয়া যাবে। এক চ্যানেল থেকে অন্য চ্যানেল পরিবর্তনে আগের চেয়ে কম সময় লাগবে। পাশাপাশি টিভির ছবি হবে আরো জীবন্ত ও প্রাণবন্ত। শব্দের মান হবে উন্নত এবং আগের চেয়ে জোড়ালো।
ওয়ালটন টিভির আরএন্ডডি বিভাগের ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ইতোমধ্যেই আরওএস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে ওয়ালটনের বেসিক এলইডি টেলিভিশনে ব্যবহার করা হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। খুব শিগগিরই ওয়ালটনের স্মার্ট টেলিভিশনেও এ প্রযুক্তি সংযোজিত হবে।
তিনি জানান, আরওএস ছাড়াও সম্প্রতি ওয়ালটন বাজারে ছেড়েছে বাংলা ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি। ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেমযুক্ত ওয়ালটনের এই স্মার্ট টিভিতে বাংলার পাশাপাশি আছে ইংরেজি ও হিন্দি ল্যাঙ্গোয়েজ সিলেকশন অপশন। এর ফলে ইউটিউব বা ব্রাউজারে বাংলায় পছন্দের কোনো কন্টেন্ট খুঁজতে গ্রাহককে টিভির রিমোর্ট বাটনে আর টাইপ করতে হবে না। ‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হয়ে যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) ভয়েস রিসিভার। এরপর বাংলায় কন্টেন্টটি মুখে বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট অথবা ইউটিউবে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সিলেক্ট করা যাবে ইংরেজি ও হিন্দি কন্টেন্টও। এই প্রযুক্তিও ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন।
বর্তমানে ওয়ালটন উৎপাদন ও বাজারজাত করছে ৬১০ মিলিমিটার থেকে ১.৩৯৭ মিটারের ২৪ মডেলের এইচডি, ফুল এইচডি এবং ফোর-কে রেজ্যুলেশনের বেসিক ও স্মার্ট টিভি। এসব টিভির দাম ১০,৮০০ টাকা থেকে ৯৯,৯০০ টাকার মধ্যে।
সূত্রঃ dmpnews