।। জরীফ উদ্দীন ।।
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এই শ্লোগানে আগামীকাল শুরু হতে যাচ্ছে ২৫তম উলিপুর বই মেলা ২০২০। ফেন্ডস্ ফেয়ারের আয়োজনে মহান শহীদ স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আগামীকাল ২৯ ফেব্রুয়ারী, ২০২০, শনিবার শুরু হবে সপ্তাহ ব্যাপী এই বই মেলা। মেলা উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) এর সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
মেলায় ৭ দিন ব্যাপী থাকছে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আলোচনা সভা এবং রত্নগর্ভা মায়েদের সম্মাননা।
উলিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এছাড়াও স্থানীয় নাট্যদলগুলো নাটক মঞ্চায়ন করবে।
২৫তম উলিপুর বই মেলার প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল সকাল ১০.৩০টায় উলিপুর শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে বই মেলা উদ্বোধন হবে।
আগামীকাল শুরু হচ্ছে ২৫তম উলিপুর বই মেলা ২০২০
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.