।। আব্দুল মালেক।।
উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
বিএডিসি অফিস সূত্র জানায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হিজলীর ডারার খালের প্রায় ৪ কিলোমিটার খাল পূণঃ খননে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ৪’শ হেক্টর আবাদী জমি সেচের আওতায় আসবে। খাল খননে অনাবাদি জমিগুলো দীর্ঘদিন পর আবাদযোগ্য হয়ে ওঠায় এলাকবাসীর মধ্যে আনন্দ উচ্ছাস দেখা গিয়েছে।
এ বিষয়ে বিএডিসি‘র উপ-সহকারী প্রকৌশলী মিনারুল ইসলাম জানান, খনন কাজ বুড়াবুড়ি ইউনিয়নের দোলন ব্রিজ হতে বালাজান ব্রিজ দিয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত প্রায় ৪ কিলোমিলার খনন কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
কুড়িগ্রাম বিএডিসি‘র সহকারী প্রকৌশলী ফারজুল আরেফিন বলেন, খাল খনন শেষ হলে নদীর পানি খালে আসবে। এই পানি শুকনো মৌসুমে কৃষক সেচ কাজে ব্যবহার করতে পারবে।
সম্প্রতি খাল খনন পরিদর্শন শেষে উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, এ খাল খনন সম্পন্ন হলে বন্যার সময় খালে অতিরিক্ত পানি নিষ্কাশন হবে। ফলে এ অঞ্চলের কৃষকরা আমন মৌসুমে সহজে ফলন ফলাতে পারবে। তিনি উপজেলার আরও বিভিন্ন এলাকার ছোট-বড় খাল খননের আহবান জানান।