।। কল্লোল রায় ।।
“ঐ নূতনের কেতন ওড়ে কাল বোশেখি ঝড়! তোরা সব জয়ধ্বনির কর! তোরা সব জয়ধ্বনি কর!!” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯-২০শিক্ষাবর্ষের ১৪টি বিভাগের ১ম বর্ষের ২৫৮৫ শিক্ষার্থীকে বরণ করে নিল কুড়িগ্রাম সরকারি কলেজ। ১৬ ফেব্রুয়ারী (রবিবার) দুপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ইংরেজি বিভাগের অধ্যাপক আবু জোবায়ের আল মুকুলের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এম.পি মো. জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজ্জামিল হক, প্রফেসর সাবিহা খাতুন, প্রফেসর মির্জা মো. নাসির উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান খান।কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অনুষ্ঠান আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. ইউসুফ আলীসহ কলেজের শিক্ষকবৃন্দ।কলেজের ১৪টি বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা কলেজের সৌন্দর্য বৃদ্ধি ও শিক্ষার মান বৃদ্ধিতে নানান দাবি ও পরামর্শ পেশ করেন।
নবীন বরণ চলাকালীন সময়ে কলেজে উতসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, শিক্ষার্থীদের মধ্যে বইতে থাকে আনন্দের ঢেউ। ইংরেজি বিভাগের নবীণ শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, আমি এইচএসসি পাশ করে সিদ্ধান্ত নিয়েছিলাম এই কলেজে পড়াশুনা করার, এখন এই কলেজে ভর্তি হওয়ায় আমি খুশি, এখানে পড়াশানা করে আমি ক্যারিয়ার গড়তে চাই।”