।। জে এম আলী নয়ন ।।
উলিপুর উপজেলার নন্দুনেফড়ায় অবৈধ বালুমহালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম এবং উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির। আজ বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলন করে পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিনযাবত উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তা নদীতে গুনাইগাছ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান শাহানুর আলম (ফুলু সরকার) অবৈধভাবে বালু উত্তোলন করে, তার নিজের দুটি ট্রাক্টরের মাধ্যমে বালু বিক্রি করে আসছিল। খবর পেয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ও উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের পরে বালু পরিবহন করার কাজে ব্যবহৃত দুইটি ট্রাক্টর জব্দ করেন ও একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতের নাম সুমন(২৫), সে উপজেলার গুনাইগাছ রামদাস এলাকার বাসিন্দা মৃত এজাব উদ্দিনের পুত্র। জব্দকৃত ট্রাক্টর দুটির একটি শাহানুর আলম (ফুলু সরকার)- এর আর অপরটি রুবেল নামের অপর এক ব্যক্তির। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাকি বালুদস্যুরা সবাই পালিয়ে যায়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, “শাহানুর আলম (ফুলু সরকার)- এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”