।। আব্দুল মালেক ।।
উলিপুর লোকজ উৎসব উপলক্ষ্যে মরণোত্তর গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ টায় বিজয় মঞ্চে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এম হারুন-অর-রশিদ লাল, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, উলিপুর লোকজ উৎসব পরিষদের আহবায়ক রথীন্দ্র প্রসাদ পান্ডে। এসময় উলিপুরের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদুর রহমান বেটু, দ্বিজেন্দ্র কুমার দেব নাড়ু, অম্বিকা প্রসাদ পান্ডে, মনমোহন সেন গুপ্ত, রহমত উল্লাহ মাষ্টার, কাজী আব্দুল জব্বার রব্বানী, ওছমান গণি, পারুল ব্রহ্ম, রমনীকান্ত সরকার ভেলুবাবু, মাহবুব উদ্দিন আহমেদ, বৃন্দাবন সরকার, বাউয়াল, নরেন্দ্র নাথ দেব, সরদার মোশাররফ হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উলিপুর লোকজ উৎসব পরিষদের পক্ষ থেকে ‘আলোর পথযাত্রি’ স্মারকগ্রন্থ, উত্তরীয় ও চাদর উপহার দেয়া হয়। দিনব্যাপী গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সংগীত, লাঠি খেলা, জারিগান, পালাগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উলিপুরে লোকজ উৎসবের ২য় দিনে ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা প্রদান
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.