।। নিউজ ডেস্ক ।।
বুড়াবুড়িতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বন্ধন’ ২০২০ মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে। কমিটিতে রনি সরকারকে সভাপতি ও মিসবাহুল ইসলাম ইলিয়াসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির স্থায়ী পরিষদের সদস্য মিজানুর রহমান মিলন এ তথ্য জানিয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুর মোহাম্মদ সরকার, মিনহাজুল ইসলাম খন্দকার ও রাশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক রানু সিদ্দিকী সম্পাদকমণ্ডলীতে আছেন, মিনারুল ইসলাম (অর্থ), নুর আদম সরকার (প্রচার), গোলাম রাব্বী (দফতর) ও নুর আলম সিদ্দিকী (শিক্ষা)।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ সদস্য কামরুল হুদা লুইস জানিয়েছেন, ‘বন্ধনের নতুন কমিটি অতীতের মতো স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে আমাদের দারিদ্রকবলিত অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে কাজ করে যাবে, বিশেষ করে আর্থিক ও সামাজিক বিভিন্ন প্রতিকূলতার কারণে যেন কোন শিক্ষার্থী ঝরে পড়ে না যায় সেই লক্ষ্যে সর্বোচ্চ কাজ করবে এই প্রত্যাশা রইল’।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবার ব্রত নিয়ে ২০১২ সালের ১৪ই আগস্ট যাত্রা শুরু করে বন্ধন। উলিপুর উপজেলার বুড়াবুড়ীতে পিছিয়ে পড়া অসচ্ছল পরিবারের অদম্য মেধাবীদের মানসিক ও ক্ষেত্রবিশেষে আর্থিক সহায়তা দেয়ার মাধ্যমে কাজ শুরু করে সংগঠনটি। ৭ বছরের পথচলায় বন্ধন দারিদ্রপীড়িত অঞ্চলটির শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষা অর্জনে সহায়ক ভুমিকা রাখছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে যুবঐক্য তৈরি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে।