।। আব্দুল মালেক ।।
উলিপুর প্রেসক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার। প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে অধ্যাপক এম এ মতিন এমপি, সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়িসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোকসজ্জা ও আতশবাজি, গুণীজন সম্মাননা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি আবু সাঈদ সরকারের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক এম এ মতিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
উলিপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে প্রেসক্লাবের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.