।। আব্দুল মালেক ।।
উলিপুরে শহীদ আব্দুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নে সুরির ডারার পাড় গ্রামে শহীদ নুরুল ইসলামের শতবর্ষী মা নুরজাহান বেওয়া ও অধ্যাপক এম এ মতিন এমপি পাঠাগারের উদ্বোধন করেন। উপজেলার ধামশ্রেণি রেজিয়া জেলেখা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা রবিউস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম সরদার, মোজাম্মেল হক, হাতিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহতকারি কমিউনিটি মেডিকেল অফিসার শরিয়ত উল্লাহ, সাবেক ছাত্র নেতা নাজমুল হক মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মন্জুর মোরশেদ মিল্টন, পাঠাগার কমিটির সভাপতি মারুফ আহমেদ, সহ সভাপতি ইমরান আলী প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ২ ডিসেম্বর উলিপুর ডাকবাংলা অপারেশনে শহীদ আব্দুর রহিম বাবু শহীদ হন। এসময় শহীদ আব্দুর রহিম কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উলিপুরে শহীদ আব্দুর রহিম স্মৃতি পাঠাগার উদ্বোধন
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.