।। শাহিনুল ইসলাম লিটন ।।
“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজানে ‘বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল চার ঘটিকায় চন্ডিজান জয়বাংলা স্পোর্টিং ক্লাব কৃর্তক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ চিলমারী ফুটবল একাদশ বনাম দূর্গাপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলাটি ৫০ মিনিটের নির্ধারিত সময়ের প্রথমার্ধে চিলমারী ফুটবল একাদশ পরপর ৩ টি গোল করে এগিয়ে থাকে। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে পরপর ৩ টি গোল করে দূর্গাপুর ফুটবল টুর্নামেন্ট একাদশ ড্র করে খেলার নির্ধারিত সময় শেষ হয়।পরে ট্রাইবেকারে খেলা হলে ৩-০ গোলে দূর্গাপুর ফুটবল টুর্নামেন্ট একাদশ জয়লাভ করে।
খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত নৌ সদস্য ফারুক আহম্মেদ, মিজানুর রহমান প্রমূখ।
খেলার প্রধান রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন পান্ডুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহ্ফুজার রহমান, সহকারী হিসেবে ছিলেন মজিদা আদর্শ ডিগ্রী কলেজ কুড়িগ্রামের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও আলামিন সরকার।