।। আব্দুল মালেক ।।
উলিপুরে ‘বই উৎসব ২০২০’ পালিত হয়েছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ লাখ ৪০ হাজার ৮’শ ৯০জন ছাত্র-ছাত্রির হাতে সরকারী বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা প্রশাসনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান আলী, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এদিকে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়, নারিকেলবাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজারাম ক্ষেত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম শিববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাকরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিজাই খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতদরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২৬৯টি সরকারী, ১টি শিশু কল্যান, ৩৩টি কিন্ডার গার্টেন ও ৪টি এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ৭৭ হাজার ৭শত ৫০ জন শিক্ষার্থীর হাতে ২ লাখ ৯৮ হাজার ৬১ কপি বই তুলে দেয়া হয়। অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫৬টি দাখিল মাদরাসা, ১০০টি এবতেদায়ী মাদরাসা, ও ৮টি ভোকেশনাল বিদ্যালয়ের ৬৩ হাজার ১শত ৪০ জন শিক্ষার্থীর হাতে ৭ লাখ ৭৬ হাজার ৯ শত নতুন বই তুলে দেওয়া হয়।
উলিপুরে বছরের প্রথম দিনেই ১ লাখ ৪১ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.