।। আব্দুল মালেক ।।
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন বলেন, ব্রহ্মপূত্র নদের ভাঙ্গন রোধে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে সরকার। নদ-নদীর গভীরতা ও পানি প্রবাহ ঠিক রাখতে আগামীতে ব্রহ্মপূত্র ও তিস্তা নদী ড্রেজিং করা হবে। রবিবার বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের নয়াডারা গ্রামের ব্রহ্মপুত্র নদের ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের তৃতীয় ফেজে ১১শ মিটার সংরক্ষন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটবে। সেই সাথে নদ-নদীই হবে আগামী দিনে এ এলাকার মানুষের জন্য আর্শিবাদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী পওর উপ বিভাগ-১ মাহমুদ হাসান, হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মন্ডলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়নের নয়াডারা এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর সংরক্ষনের জন্য ১ হাজার ১’শ মিটার কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৩ কোটি টাকা।
উলিপুরে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন অধ্যাপক এম এ মতিন – এমপি
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.