।। আব্দুল মালেক ।।
উলিপুর উপজেলায় সরকারি ভাবে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উলিপুর সরকারি খাদ্য গুদামে সরাসরি লটারির মাধ্যমে নির্বাচিত ২ জন কৃষকের কাছ থেকে ২ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেমন্ত কুমার বর্মন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা মিল মালিক সমিতির আহবায়ক মাহ্ফুজার রহমান বুলেট, সাংবাদিক তৈয়বুর রহমান প্রমুখ।
ইউনিয়ন ভিত্তিক লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন করার কারণে ক্রয় অভিযান শুরু করতে বিলম্ব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারিভাবে ২ হাজার ৫’শ ৬৪ মে. টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।