।। আব্দুল মালেক ।।
উলিপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ওই অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় নাজমুল হক মানিক, সবুজ ওরফে পচা ও মনা নামের ৩ জন নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
জানা গেছে, সোমবার বিজয় দিবসে সকাল ৯টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের তার সহকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করতে যান। এসময় তিনি জুতা পায়ে পুষ্পার্ঘ হাতে নিয়ে শহীদ মিনার বেদীতে উঠেন। এসময় তার সহকর্মীরা জুতা খুলে উঠতে বললেও তিনি জুতা খুলেননি বলে অভিযোগ উঠে। পরে জুতা পায়ে শহীদ বেদীতে ওঠার ছবি মুহুর্তে ফেসবুকে ভাইরাল হয়ে গেলে স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুরে ওই অধ্যক্ষকে কলেজ ক্যাম্পাসে গণধোলাই দেয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।