।। আব্দুল মালেক ।।
উলিপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের কলেজ ক্যাম্পাসের শহীদ বেদিতে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার, উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটির উপজেলা সভাপতি আপন আলমগীর, কমিউনিষ্ট নেতা বিশ্বজিৎ সিংহ, সাবেক ছাত্রনেতা জামিনুর রহমান স্বপন, নাজমুল হুদা রুবেল প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, শহীদ বেদিতে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ৩০ লক্ষ শহীদের আত্মার সাথে বেঈমানী ও শহীদদের অবমাননা করছেন। মানববন্ধনে অধ্যক্ষের অপসারনেরও জোর দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য, গত সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন। জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুপুরে ওই অধ্যক্ষকে কলেজ ক্যাম্পাসে গণপিটুনি দেন।