।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন। পরে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।
এরপর বিজয় র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন সংগঠনের আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হয়। এসময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।