।। আব্দুল মালেক ।।
প্রতিবন্ধী দীপা মনি (৭) জন্মগত ভাবেই হাটতে ও কথা বলতে পারে না। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যখন তাকে আরেক প্রতিবন্ধী জিসাদ হা্সান জাহিদ একটি হুইল চেয়ার উপহার দিলেন, তখন সে নির্বাক। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছেন সকলের দিকে। হয়তো ধন্যবাদ দিতে চেয়েছিলেন। প্রতিবন্ধী হয়েও আর এক প্রতিবন্ধীর পাশে দাড়িয়ে অন্যন্য দৃষ্টান্ত দেখালেন জাহিদ। নিজে খুশি হলেন, হাসালেন উপস্থিত সবাইকে।
এ সময় উপস্থিত সবার চোখ ছলছল করে উঠল। এসব দৃশ্যই মনে করিয়ে দেয় মানবতার। উপজেলার দূর্গাপুর ইউনিয়নের প্রতিবন্ধী জিসাদ হা্সান জাহিদ ‘একটি হুইল চেয়ার চায়’ এমন সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়। সেই জাহিদের এখন ৫টি হুইল চেয়ার। সহায়তার হাত বাড়িয়ে দেন অনেকেই। জাহিদ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার গ্রামের মৃত মিজানুর রহমানের পূত্র। হত-দরিদ্র পরিবারের জাহিদ জন্ম থেকে প্রতিবন্ধি। বাবা মারা যাওয়ার পর মা জাহানারা বেগম মুদি দোকান করে সংসার চালন। জাহিদ কষ্ট করে পাশের একটি স্কুলে পড়তো। চলতি বছর জাহিদ হুইল চেয়ারে বসে মনের আনন্দে পিএসসি দেয়। অবসর সময় মায়ের মুদি দোকানের পাশে বসে সময় কাটায় সে। মা জাহানারা বেগম জানতে পারেন, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট মোল্লাপাড়া গ্রামের দুলু মিয়ার কন্যা দীপা মনিও তার ছেলের মতো হুইল চেয়ারের অভাবে চলাফেরা করতে পারে না। তাই জাহিদের একটি হুইল চেয়ার তাকে দেয়ার সিদ্ধান্ত নেন।