।। আব্দুল মালেক ।।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সকল কার্যক্রম শেষ করেও প্রতিবেশি এক ব্যক্তির বাঁধার কারণে ৬ মাস পর বিদ্যুৎ পেলেন উলিপুরের ১৩ পরিবার। ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌরসভার পূর্বনাওডাঙ্গা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুল গণি, আজিজার রহমান, শহিদার রহমান, মতিয়ার রহমান, লিটন, বাদশা মিয়াসহ ১৩ পরিবার দীর্ঘদিন চেষ্টার পর বিদ্যুৎ সংযোগের সকল প্রক্রিয়া শেষ করেন। কিন্তু ওই গ্রামের আয়নাল হক তার বাড়ি সংলগ্ন একটি খুঁটি থেকে তার টানতে বাঁধা প্রদান করেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম নাসির উদ্দিনসহ উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উভয়পক্ষের সাথে মীমাংসা করে দিলে ওই ১৩ পরিবার বিদ্যুৎ সংযোগ পান।
এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর জোনাল অফিসের এজিএম -কম প্রকৌশলী জসিম উদ্দিন, সাংবাদিক তৈয়বুর রহমান, পরিমল মজুমদার, আনিছুর রহমান মিয়াজি, রোকনুজ্জামান মানু, এম এইচ শাহীন, এসআই রাসেল, এএসআই আতিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।