।। আব্দুল মালেক ।।
উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। অন্য ঘটনায় দুই শিশুসহ ৭ জন আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়ার মেলার ডোবার পাড় নামক স্থানে ওই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী এলাছি বেগম (৬৫) রাস্তার ধারে বসে থাকে। এ সময় হাতিয়ার মেলা থেকে আসা দ্রুতগামী একটি অটোরিকশা ঘটনাস্থলে এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে ফেলে দেয়। এতে এলাছি বেগম ও অটোরিকশার যাত্রী পূর্ণিমা রাণী দাস (৪০) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে এলাছি বেগমের মৃত্যু হয়।
হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, সন্ধ্যায় ফকিরের হাট থেকে উলিপুর আসার পথে একটি ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাবেরতল নামক স্থানে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী আলিফ (১৩), মোবাশ্বের (১৩), শেফালী বেগম (২৫), ছামাদ আলী (৭০), নিলা মনি (২৬) ও আছিয়া বেগম (৫৫)কে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় ছামাদ আলী ও আছিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার শাফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।