।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন ও রৌমারীর আলোচিত ৮ম শ্রেণির ছাত্রী জিম্মি হত্যার আসামীদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৯শে নভেম্বর) দুপুরে জেলা পুলিশের হলরুমে পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান বিপিএম এ সংবাদ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল রায় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গত ১৬ অক্টোবর উলিপুরের ঘুঘুমারী এলাকার শাহ আলমের কন্যা ৮ম শ্রেণির ছাত্রী মমতাজ খাতুন জিম্মি (১৫) কে দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে আসামী রমজান আলী তার বন্ধু নুরন্নবী, রাজ্জাক ও হামিদুল মেয়েটিকে ঘুঘুমারী গ্রামের দুর্গমচরে কাঁশবাড়ীর ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। যার মামলা নং-১২; ধারা-৩০২/৩৪। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রথমে ২জনকে ও পরে রিমান্ডের মাধ্যমে আরো তিন জন সহ পাঁচ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরদিকে, গত ২০ অক্টোবর উলিপুর উপজেলার দক্ষিণ নামাজের চরের সোহরাব আলীর পূত্র পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন (৩৮) কে বিভিন্ন নারীদের ফাঁদে ফেলে পরকীয়ায় যুক্ত থাকায় তার প্রতিবেশী রোকেয়া, হাফিজুর মাতব্বর, বুদ্ধু, ফরিদ ও শমসের হত্যা করে লাশ ক্ষত-বিক্ষত করে ধানক্ষেতে ফেলে রাখে। মামলা নং-২৮; ধারা-৩০২/৩৪।
পুলিশ এ ঘটনায় আসামী হাফিজুর মাতব্বরসহ চার জনকে গ্রেফতার করেছে। উভয় আসামীরা দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
সূত্রঃ dhakanews71