|| আব্দুল মালেক ||
উলিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতি শিউলীর বহিস্কারাদেশ প্রত্যাহার করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদারের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী ।
সংবাদ সম্মেলনকে ঘিরে উপজেলা সদরে আওয়ামী লীগের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলকে ঘিরে আওয়ামী লীগের ত্যাগি নেতাদের বাদ দিয়ে জামায়াত-বিএনপি ও বিভিন্ন সংগঠনের অনুপ্রবেশকারীদের বিভিন্ন কমিটিতে ঢোকানো হচ্ছে। এটা দলের জন্য আত্মঘাতী বলেও তারা মন্তব্য করে তারা অভিলম্বে এ কার্যকর বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনের আগেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোলায়মান সরদার বাদশা, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার, ধামশ্রেনী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান তালুকদার সাজু, দেলওয়ার হোসেন, ওমর ফারুক মঙ্গা প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু সাথে কথা হলে তিনি বলেন, আজ উপজেলা যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী থাকায় আমি ব্যস্ত ছিলাম। সেখানে কি হয়েছে আমার জানা নেই।
উল্লেখ্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতি শিউলীর বহিস্কারাদেশ প্রত্যাহারের পরদিন আওয়ামী লীগের একটি অংশ মতি শিউলীকে অবাঞ্চিত ঘোষনা ও বিক্ষোভ সমাবেশ করেছে।