॥ আব্দুল মালেক ॥
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অজুহাতে যথাযথ কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৮ টি জীবিত গাছ কর্তন করার অভিযোগ উঠেছে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানার পর শিক্ষা অফিসারকে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে, উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেবকুন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় শিক্ষা বিভাগে তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেবকুন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হয়। কাজ শুরুর পূর্বে পুরাতন ভবনটি অপসারন করে জায়গা খালি করার উদ্যোগ নেয়া হয়। এ সুযোগ কে কাজে লাগিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা বেগম বিদ্যালয়ের মাঠে থাকা ৮টি জীবন্ত গাছ কর্তন করেন। সরকারী নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও এখানে তা মানা হয় নি। কাটা গাছের কয়েকটি গুল গোপনে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জবিউল ইসলাম, রয়েল মিয়া, কলম হোসেন সহ অনেকের অভিযোগ, আজ বুধবার ভোর রাতে বিদ্যালয় মাঠে থাকা বড় ৭টি ইউক্লিপটার্স ও ১ টি আম গাছ কেটে ফেলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা বেগম বলেন, এক সহকারী শিক্ষা অফিসারকে জানিয়ে গাছ কাটা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্ বলেন, বিষয়টি আমি জেনেছি। এখন তা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, নিলাম ছাড়া সরকারী গাছ কাটা আইনত দন্ডনীয় অপরাধ।
গুনাইগাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.