।। নিউজ ডেস্ক ।।
‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ স্লোগানে কুড়িগ্রামের পরিবেশবাদী সংগঠন অরণ্য’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৯ উদযাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, সদস্য ও অতিথিদের অক্সিজেন ব্যাংক বিতরণ, শ্রেষ্ঠ কর্মী সম্মাননা স্মারক, অতিথি সম্মাননা স্মারক, অনলাইন সচেতনা বৃদ্ধিতে ভূমিকা রাখায় উলিপুর ডট কমকে সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় কুড়িগ্রামের অভিনন্দন কমিউনিটি সেন্টারে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা এবং আলোচনা সভার মাধ্যমে এ অনুষ্ঠান পালন করা হয়।
অরণ্য’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সভাপতিত্ব করেন অরণ্য’র সভাপতি আব্দুস ছোবাহান জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নিলু, ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, অরণ্য’র উপদেষ্টা ও আদর্শ নার্সারীর পরিচালক মুনসুর আলী, সংস্কৃতিকর্মী জুলিয়া জুলকারনাইন, রাজারহাট বিডি’র সম্পাদক প্রভাষক মোঃ এনামুল হক, সিনিয়র সহ-সম্পাদক আসাদুজ্জামান এইম রতন, উলিপুর ডট কমের সিনিয়র সহ-সম্পাদক শামস্ তৌফিক নিশান ও জরীফ উদ্দীন, অরণ্য’র সহ-সভাপতি শাহিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক তীর্থঙ্কর বিহারী রায় ছাড়াও অরণ্য’র সদস্য জিল্লুর রহমান জনি, মুন্না, নোমান ও খাদিজাতুল কোবরাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১২ই সেপ্টেম্বর কুড়িগ্রাম সীমান্ত কফি হাউজে ‘অরণ্য’ নামের পরিবেশবাদী সংগঠনটি আত্মপ্রকাশ করার পর থেকে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রেল স্টেশনসহ সরকারি ও জনকল্যাণকর স্থাপনায় বৃক্ষরোপণ করে আসছে এবং চলতি বছর নবজাতকের বাড়িতে বৃক্ষরোপণ করে সাড়া ফেলেছে।