।। আব্দুল মালেক ।।
উলিপুর-অনন্তপুর সড়কের বেশির ভাগ জায়গায় কার্পেটিং উঠে গেছে। খানা-খন্দে জমে আছে পানি। সংস্কার না হওয়ায় প্রতিদিন ঘটছে ছোট-খাট দুর্ঘটনা। ফলে এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহনসহ পথচারীরা। এ পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন।
সরজেমিনে দেখা গেছে, উলিপুর থেকে হাতিয়া অনন্তপুর গামী প্রায় ৮ কি.মি সড়কের বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় রাস্তার দুপাশে মাটি সরে গিয়ে কাপেটিং ধসে পড়ছে। ফলে এ সড়কে চলাচলকারী যানবাহন গুলোকে কোথাও কোথাও ঠেলে পারাপার করতে হচ্ছে। সম্প্রতি বন্যায় পানির তোড়ে সড়কটির বেহাল দশা হলেও তা সংস্কারের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কলেজ ছাত্র রবিউল ইসলাম বলেন ভাংগাচুরা রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে কলেজ আসতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটিতে অসংখ্য গর্ত এবং কোথাও-কোথাও ছোট খালে পরিণত হয়েছে। এ কারণে সড়কটি দিয়ে যানবাহনে চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হয়। এ সড়কটি দিয়ে হাতিয়া, ধামশ্রেণী, ধরনীবাড়ি, ব্রহ্মপুত্র বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের হাজার হাজার মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
এছাড়া উলিপুর পৌরসভার আমিনের মোড় থেকে তেতুলতলা হয়ে জুম্মাহাটগামী সড়ক, পুরাতন কোর্ট বিল্ডিং এর পিছন থেকে কাজির চক, ইউকে রোডের পূর্ব নাওডাঙ্গা থেকে খাতিরের মাঠগামী সড়কসহ বিভিন্ন সড়ক চলাচল অনুপোযোগি হয়ে পড়েছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান বলেন প্রাক্কলন তৈরি করা হচ্ছে, আশা করছি অল্প দিনের মধ্যে সড়কটি মেরামত করা সম্ভব হবে।