।। আব্দুল মালেক ।।
উলিপুরে প্রশাসনের মধ্যস্থতায় পৌরবাজারের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিলেন দখলদাররা। আজ মঙ্গলবার দিনব্যাপী কাচারী বাজারের পুরাতন পাটহাটি ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থাকা এসব অবৈধ দখলদার তাদের স্থাপনা সরিয়ে নেয়।
সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন দীর্ঘদিন ধরে পুরাতন পাট হাট ও শহীদ মিনার চত্বর অবৈধভাবে দখলদাররা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখলে ছিল। জনসাধারণের চলাচল ও হাট-বাজার করতে সমস্যা হওয়ায় আলোচনা সাপেক্ষে দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেন। তবে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে।
মুরগী ব্যবসায়ী মাইদুল ইসলাম বলেন পৌর কর্তৃপক্ষ বাজারের ভিতরে নির্দিষ্ট স্থানে দোকান বরাদ্দ দেয়ায় আমরা আমাদের দোকান নিজে উদ্যোগে সরিয়ে নিচ্ছি।
উল্লেখ্য, উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, বিজয় মঞ্চ ও শেখ রাসেল চত্বরে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু দখলদারদের কারণে এসব অনুষ্ঠান আয়োজনে ব্যাঘাত সৃষ্টি হত।