।। আব্দুল মালেক ।।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের উদ্যেশ্যে বলেন, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে আর একজন মানুষকেও নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হতে না হয়।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত দাগারকুটি ও নয়াডারা এলাকা ও গুনাইগাছ ইউনিয়নের তিস্তার নদীর ভাঙন কবলিত নাগড়াকুড়া টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সকালে কুড়িগ্রাম থেকে সড়ক পথে আসার সময় বুড়িতিস্তা নদীর গুনাইগাছ ব্রীজ সংলগ্ন স্থানে খনন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী রংপুর জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।