।। আব্দুল মালেক ।।
উলিপুরে এক ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আব্দুল কাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড প্রদান করেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় ডিগ্রি শেষ বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়। এ সময় উলিপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী পাঁচপীর ডিগ্রি কলেজের ছাত্র মন্জু মিয়ার প্রবেশ পত্রের ছবির সাথে হাজিরা সিটের ছবির গরমিল দেখতে পান ৪ নং কক্ষের কক্ষ পরিদর্শক। বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করলে কেন্দ্র সচিব অধ্যক্ষ দেবব্রত রায় বদলি পরীক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে সোহেল রানাকে পুলিশের হাতে সোর্পদ করেন। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৩(খ) ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটক সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্লাপুর গ্রামের নুরন্নবী মিয়ার পুত্র।
উলিপুরে ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.