।। আব্দুল মালেক ।।
কুড়িগ্রামে ৭৫ জন কিশোরীকে নিয়ে ৩ মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা পরিষদ কনফারেন্স রুমে সদর উপজেলার বেলগাছা ও পাঁচগাছি ইউনিয়নের এসব কিশোরীদের নিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহানা আকতার, ইমাজিন প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ মন্ডল, প্রকল্প ব্যবস্থাপক নিভা রানী রায়, উইমেন ইন ডিজিটালের আইরিন জাহান প্রমুখ।
বিল এন্ড মিলিন্ডা গেটস্ ফাউন্ডেশনের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, দেরিতে সন্তান গ্রহণ, মাতৃ ও শিশুমৃত্যু হার কমানোর পাশাপাশি নারীর অথনৈতিক ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজে তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে কিশোরীদের নিয়ে কাজ করছে।