|| নিজস্ব প্রতিবেদক ||
কুড়িগ্রাম যুক্ত হচ্ছে মহাসড়কের সঙ্গে। এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৮৫ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে।
মঙ্গলবার কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর অঞ্চলিক সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প একনেক সভায় পাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৮৫ কোটি টাকা। সড়কটির দূরত্ব ৫০ দশমিক ৭৫ কিলোমিটার। এটি বাস্তবায়ন হবে ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বর্তমান অর্থবছরের এ পঞ্চম একনেক সভায় অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে চারটিই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের।