।। আব্দুল মালেক ।।
উলিপুরে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বজরা ও বেগমগঞ্জ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন চারা ও গাইঞ্জা ধান বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। আজকে সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন বাবলু, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিতেন চন্দ্র বর্মন, স্বপন কুমার, ইউপি সদস্য ফয়েজ আহমেদ, কৃষক রফিকুল ইসলাম, নাসির উদ্দিনসহ উপকারভোগী কৃষকবৃন্দ। বন্যার পর ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে চারা বীজ বিতরণের লক্ষ্যে কৃষি বিভাগ উপজেলার ১০ ইউনিয়নে ১৪ একর জমিতে ব্রিধান-৪৯ জাতের কমিউনিটি বীজতলা তৈরি করেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট ৮’শ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব আমন চারা বীজ এবং উপজেলার নদী বেষ্টিত ইউনিয়নের ৫০ জন কৃষককে ৬ কেজি করে ৩’শ কেজি গাইঞ্জা ধান বীজ বিতরণ করা হবে।
বজরায় কৃষকদের মাঝে আমন চারা ও গাইঞ্জা ধান বীজ বিতরণ
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.