|| আব্দুল মালেক ||
উলিপুরে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন ভারত সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানির তোড়ে ভেঙ্গে গেছে এ ইউনিয়নের কাঁচা ও পাঁকা রাস্তা। ব্রিজ-কালভার্টসহ গ্রামীন অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছেন এ ইউনিয়নের হাজার হাজার মানুষ।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন ভারত সীমন্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নটি সম্পূর্ণ বন্যার পানিতে প্রায় ৩ সপ্তাহের বেশি সময় পানির নিচে তলিয়ে ছিল। বন্যার পানির তীব্র স্রোতে ওই ইউনিয়নের কাঁচা-পাকা সড়ক, ব্রিজ কালভার্টও বাঁধ রাস্তা ক্ষতিগ্রস্থ হওয়ায় যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ইউনিয়নের আনন্দবাজার থেকে পাশ্ববর্তী রৌমারী উপজেলা সদর হয়ে জামালপুর-ঢাকাগামী সংযোগ সড়কটির কয়েকটি স্থান ভেঙ্গে গেছে। এছাড়াও সাহেবের আলগা ইউনিয়ন পরিষদ ভবন, গেন্দার আলগা বহুমুখি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, গেন্দার আলগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বন্যা আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস ও একটি বাজারসহ কয়েকশ ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে। ওই এলাকার বারেক মোল্লা, আকবার হোসেনসহ অনেকে জানান আগামী বন্যা আসার পূর্বে ওই ইউনিয়নের আনন্দবাজার নামকস্থানের দু’পার্শ্বে দু’টি ব্রিজ নির্মাণ না করলে সাহেবের আলগার ইউনিয়নের প্রায় ২’শ একর জমিসহ পাশ্ববর্তি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের প্রায় ৫’শ একর আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান সিদ্দিক মন্ডল জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও অবকাঠামো দ্রুত নির্মান করা না হলে ইউনিয়নবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিরাজুদৌলা বলেন, বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্থ রাস্তার দ্রুত সংস্কার করা হবে।
উপজেলা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ পাঁকা রাস্তা ও ব্রিজ-কালভার্টের তালিকা তৈরি করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।