|| আব্দুল মালেক ||
উলিপুরে মধ্যস্বত্বভোগী, দালালচক্র ও অসাধু ঠিকাদারদের সিন্ডিকেটের কারণে প্রধানমন্ত্রীর ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছে দেয়ার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ লাইন নির্মানের জন্য নিয়োজিত ঠিকাদার সামছুল ইসলাম (জামাই সামছুল) উপজেলার দলদলিয়া ইউনিয়ের সরদারপাড়া গ্রামে ১০ মাস পূর্বে ৫/৬টি খুঁটি ফেলে রেখে সিন্ডিকেটের মাধ্যমে মিটার প্রতি ৬ থেকে ৭ হাজার টাকা দাবী করেন। দাবীকৃত টাকা না পাওয়ায় দীর্ঘদিনেও লাইন নির্মান করছে না ঠিকাদার। ফলে বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে আর সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি উলিপুর পৌরসভার নারিকেল বাড়ী সন্ন্যাসীর তলা এলাকায় ঠিকাদার তার দালালের মাধ্যমে ২৬ জন গ্রাহকের কাছে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা নিয়ে সংযোগের ব্যবস্থা করেছে। এছাড়া রাজারাম ক্ষেত্রী এলাকার গ্রাহকরা ঠিকাদারের দাবীকৃত টাকা না দেয়ায় সংযোগ চালু করছে না বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনা উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায়।
এদিকে দুর্নীতিও প্রতারণার এ রোষানল থেকে গ্রাহকদের রক্ষা করতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস ব্যাপক প্রচারনামূলক কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে উলিপুর-চিলমারী উপজেলার গ্রাম ও মহল্লায় কর্মকর্তা ও প্রকৌশলীরা পৃথক পৃথক গ্রুপে ভাগ হয়ে গত ৩ দিনে ৬০টি স্থানে উঠান বৈঠক করেছেন।
গত বুধবার উলিপুর জোনাল অফিসের উদ্যোগে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের দত্তবাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে উলিপুর জোনাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার মীর নাছির উদ্দিন বলেন, সাধারণ গ্রাহকদের হয়রানীমুক্ত বিদ্যূৎ সেবা নিশ্চিত করতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বৈঠক ধারাবাহিকভাবে প্রতিটি গ্রামে অনুষ্ঠিত হবে। নতুন বিদ্যূৎ লাইন সম্প্রসারণের জন্য বর্তমান সরকার শতভাগ ব্যয় বহন করছেন। অথচ এক ধরনের দালালের মাধ্যমে ঠিকাদাররা গ্রামের নুতুন গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নিচ্ছেন বলে আমি অভিযোগ পাচ্ছি। এসব নিয়ে পরিবারের সদস্যদের মাঝেও দ্বন্দ্ব কলহের সৃষ্টি হচ্ছে। তিনি সকলকে এ ধরনের প্রতারক চক্রের হাত থেকে দুরে থাকার পরামর্শ দেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী ঘোষিত ঘরে ঘরে বিদ্যূৎসেবা পৌঁছে দেয়ার ব্যাপারে স্থানীয় সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উলিপুর জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর খোকন চন্দ্র বর্মনসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ পল্লী বিদ্যূতায়ন বোর্ড কুড়িগ্রাম অফিসের নির্বাহী প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলামের সাথে লাইন সম্প্রসারন কাজে ধীরগতির ব্যাপরে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, প্রতারকচক্র অর্থ আদায়ের চেষ্টা করলে তাদের সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ধরিয়ে দিবেন।