।। আব্দুল মালেক ।।
উলিপুরে এক ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির দিয়েছে তারই পরিষদের এক সদস্য ও তার পুত্র। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই চেয়ারম্যান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা গত ২০ আগষ্ট সকাল ১১টার দিকে ২জন ইউপি সদস্যসহ মোটর সাইকেল যোগে নাগড়াকুড়া বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে সুফিয়া শামসুল হক ঈদগাহ মাঠের নিকট পৌঁছামাত্র গুনাইগাছ ইউপি’র সদস্য আবুল কাশেম ও তার দুই পুত্র রমজান আলী ও বায়েজিদ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার মটর সাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালীগালাজ দিতে থাকে এবং তাকে হত্যার হুমকি দেন। এক পর্যায়ে উপস্থিত দুই ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল জলিল ব্যাপারীসহ স্থানীয় লোকজন তাদের নিবৃত করে।
এছাড়াও ওই সদস্যের পুত্র রমজান আলী ফ্রান্সের প্যারিসে অধ্যয়নরত চেয়ারম্যানের পুত্র রাশেদুজ্জামানকে ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকি দিয়ে ম্যাসেজ পাঠায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা গত শনিবার জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় একটি সাধারন ডায়েরি অন্তর্ভুক্ত করেন যার ডায়েরি নং N১১৫৪।
ইউপি সদস্য আবুল কাশেমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কোন কিছুই জানি না।
গুনাইগাছ ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন আমি ডায়েরি করার পর এখন পর্যন্ত কোন তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করা হয়নি। ফলে বর্তমানে আমি হুমকির মুখে রয়েছি।
থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।