।। আব্দুল মালেক ।।
উলিপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি গ্রামে। এ ঘটনায় এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হাঁস খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোর্শেদ হাসান লালু তার নামীয় ফেসবুক আইডি থেকে একই গ্রামের সমছেল আলীর পুত্র সাবেক সেনা সদস্য এরশাদুল হককে নিয়ে বিভিন্ন আপত্তিকর স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। এরই জের ধরে গত বুধবার (২১ আগষ্ট) সকালে এরশাদুল হক পার্শ্ববর্তী চৌমহনী বাজারে তার ব্যবহৃত ফিজার মোটরসাইকেলটি রাস্তায় রেখে নাস্তা করতে হোটেলে যায়। এ সময় লালু ও তার পবিারের লোকজন এরশাদের উপর হামলা করে তার ফিজার মোটরসাইকেলটি ভাংচুর করে। পরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এরশাদুল হকের স্বজনরা উত্তেজিত হয়ে মোজাম্মেল হকের বাড়িতে প্রবেশ করে মোজাম্মেল হক, স্ত্রী লালবি বেগম, পুত্র মোরশেদ হাসান লালু, পুত্রবধু আরিফা বেগম ও কন্যা সান্তনা বেগমকে মারপিট করে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসী তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় গত বুধবার উলিপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।