।। শাহিনুল ইসলাম লিটন ।।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় দূর্গাপুরে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমিতে প্রখ্যাত গীতিকার, কন্ঠশিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ২৭তম প্রয়ান দিবস উপলক্ষ্যে স্মরণ সভা ও সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় ভাওয়াইয়া একাডেমির সভাপতি এন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কছিম উদ্দিন পরিষদ, কুড়িগ্রামের সভাপতি মোঃ মাহবুবুর রহমান। এছাড়া আলোচনা সভায় অংশ নেন খোলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক ড. এরশাদুল হক, ভাওয়াইয়া একাডেমির অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক ও রংপুর বেতারের গীতিকার মানবেন্দ্র রায়, কছিম উদ্দিন লোকশিল্প সংগ্রহশালার পরিচালক সুজন রায় ও উদীয়মান গীতিকার আশরাফুল আলম।
আলোচনা সভা শেষে প্রয়াত কছিম উদ্দিনের লেখা গান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষন বর্মা।