।। আব্দুল মালেক ।।
উলিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম ফারুক, ফরহাদ হোসেন খন্দকার, আলী ইমরান, রায়হান কবির, নিখিল চন্দ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম আল মামুন সবুজ, দপ্তর সম্পাদক নিমাই সিংহ, সহ প্রচার সম্পাদক প্রভাষক শাহিনুর আলমগীর,যুব ও ক্রীড়া সম্পাদক সোহ্রাব হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাখিবুল হাসান রুবেল সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধরনীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে খিলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে খামার বজরা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।