|| আব্দুল মালেক ||
উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ১৫ই আগস্ট (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালী, আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ন কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও উপজেলার মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল। পরে গোবিন্দ জীউ মন্দির চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর) আল মাহমুদ হাসান। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবিব মোফা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ি, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাধ পান্ডে গবা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আহসান হাবিব রানা প্রমূখ।
উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.