।। আব্দুল মালেক ।।
উলিপুরে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ খাদ্য ব্যবসায়ীর জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উলিপুর বাজারে অভিযান চালিয়ে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’ ২০১০ এবং সংশোধিত ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘন করায় খাদ্য ব্যবসায়ী আবুল হোসেনের ৫ হাজার, নুর আলম সিদ্দিকের ৫ হাজার ও সেকেন্দার আলীর ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উলিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন মন্ডল দুলু, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার।