।। আব্দুল মালেক ।।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহাদাৎ হোসেন বলেন, বন্যা কবলিত এলাকার মানুষের সমস্যা সমাধানে সব কিছুই করবে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ব্রীজ, কালভার্ট সবই পুনরায় নির্মাণ করা হবে। আজ বুধবার (৭ আগস্ট) সকালে হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ হাতিয়া ইউনিয়নে শিশু খাদ্য নুডুলস, চিনি, গুড়া, দুধ ও সেমাই বিতরণ কালে তিনি আরো বলেন, বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চল ও নিম্নাঞ্চল বসবাসরত মানুষের বসতবাড়ী উচু করণের জন্য যা করা দরকার তাই করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ইফতেখারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিরাজুদৌলা, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা প্রমুখ। এর পর তিনি হাতিয়া ইউনিয়নের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।